সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা



সকালে খালি পেট এ চিয়া সিড খওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানুন

আজকে আমরা আমাদের এই ব্লগে সকালে খালি পটে চিয়া সিড খওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব । শরীর সুস্থ রাখতে চিয়া সিড এর প্রচুর উপকারিতা রয়েছে ।চিয়া সিড খওয়ার নিয়ম মেনে খেলে আমাদের শরীরকে অনেক রোগ থেকে মুক্ত রাখা যাই। চলুন জেনে নেওয়া যাক চিয়া সিড এর উপকারিতা ও এর ব্যবহার গুলো ।


ভুমিকা

স্বাস্থ্য সচেতন মানুষ চাই নিজেকে সবসময়ই সুন্দর ও সুস্থ রাখতে ।আর পুষ্টিকর খাবার এর তালিকা তে সবসময়ই এ চিয়া সিড বেশ জনপ্রিয় উপাদান। দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে ।চিয়া সিড এ রয়েছে প্রচুর ফাইবার আর ক্যালসিয়াম যা শরীর এর জন্য অনেক গুরুত্ব পূর্ণ উপাদান ।নিচে এই বিষয় গুলো নিয়ে আর ও বিস্তারিত আলোচনা করা আছে ।

চিয়া সিড কি

নানা পুষ্টি গুনে ভরপুর চিয়া সিড শরীর এর জন্য অনেক উপকারি একটি খাবার । এটি মুলত চিয়া নামক এক প্রকার গাছ থেকে উৎপন্ন বীজ যা শরীর এর রোগ প্রতিরোধ এ সাহায্য করে ।চিয়া সিড এর বৈজ্ঞানিক নাম সাল্ভিয়া হিস্পানিকা । এই বীজ দেখতে সাধারনত ধুসর বর্ণের হয়ে থাকে ।
এছাড়া ও কাল,হাল্কা বাদামি ও সাদা রঙ এর ও চিয়া সিড দেখা যাই । চিয়া সিড এর পানি শোষণ ক্ষমতা অনেক বেশি এবং এটি পানি শোষণের পর অনেক টা জেলির মত দেখা যাই । আমেরিকা,ব্রাজিল,মেক্সিকো র মত বাংলাদেশ এ দিন দিন এর চাহিদা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে ।

সকালে খালি পেটে চিয়াসিড খাওয়ার উপকারিতা

আপনি যদি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকাই প্রতিদিন চিয়া সিড রাখতে হবে ।সুপার ফুড হিসাবে বিবেচিত এই চিয়াসিড এ রয়েছে দুধের চেয়ে বেশি পুষ্টিগুণ। ক্যালসিয়াম জিংক ,ফস্ফরাশ,সহ আরুও অনেক খনিজ উপাদান এতে রয়েছে।

ওজন কমাতে ,হাড় জোরা লাগাতে ,বার্ধক্য প্রতিরোধ এ চিয়া সিড এর অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। সকালে খালিপেট চিয়াসিড খওয়ার উপকারিতা সম্পরকে জানতে নিচের আর্টিকেল টি মনোযোগ দিয়ে পরুন ।চিয়া সিড দ্রুত ওজন কমাতে সহায়তা করে
  • চিয়া সিড নিয়মিত খাবার অভ্যাস করলে ক্যান্সার থেকে মুক্ত থাকা যাই
  • চিয়া সিড ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, ফলে ডায়াবেটিস ঝুঁকি কমায়
  • চিয়া সিড শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দেয় ফলে শরীর সক্রিয় ও সতেজ থাকে
  • আমাদের দেহে মেটাবোলিজম বুস্ট করে ওজন কমাতে সাহায্য করে, বিশেষ করে যারা ওভারওয়েইট এবং ওবেসিটিতে আক্রান্ত।
  • চিয়া সিড ত্বক, চুল ও নখ সুন্দর রাখতে বিশেষ ভুমিকা পালন করে
  • চিয়া সীড প্রদাহজনিত সমস্যা দূর করে
  • চিয়া সিডা আমাদের শরীর এর শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করেচিয়া সিডে উচ্চমাত্রার ফাইবার এবং প্রোটিন থাকায় যারা ওজন কমাতে চান, তাদের জন্য এটি বেশ উপকারী। প্রতি ২৮ গ্রাম চিয়া সিডে ১০ গ্রাম ডায়েটারি ফাইবার থাকে, যা আমাদের দৈনন্দিন খাদ্যচাহিদার প্রায় ৩৫%।


চিয়া সিড খওয়ার নিয়ম

শরীর কে সুস্থ রাখতে চিয়া সিড এর বিকল্প খুজে পাওয়া ভার। আমরা অনেকেই চিয়া সিড খেয়ে থাকি কিন্তু এর পুষ্টি গুণ সম্পরকে হইত জানি না এবং সঠিক নিয়ম না জানার কারনে আমরা এর উপকারিতা থেকে বঞ্ছিত হচ্ছি ।আসুন চিয়া সিড খওয়ার নিয়ম গুলো বিস্তারিত জেনে নেওয়া যাক।

চিয়া সিড বিভিন্ন উপাই এ খওয়া যাই চিয়াসিড এ পোকামাকড় এর আক্রমন কম হই তাই এটি বাসাই শুকনা জাইগাই দীর্ঘদিন সংরক্ষণ করা যাই ।
এটি দেখতে অনেক টা তিল এর দানার মত ছোট হয়। এই ছোট দানা পানিতে ভিজিয়ে রেখে সকালে খালিপেট চিয়া সিড খওয়ার উপকারিতা জানলে আপনিও প্রতিদিন এই খাবার খেতে চাইবেন। লেবু,মধু ও পানির সাথে হালকা একটু পিঙ্ক সল্ট মিশিয়ে খেলে শরীর টা সতেজ হয়ে যাই ।চিয়াসিড সালাদ এর সাথে ও খওয়া যাই ।

চিয়া সিড যেহেতু আলাদা করে রান্না করা লাগে না তাই আপনি এটি যেকোনো খাবার এর মিশিয়ে খেতে পারবেন। বিভিন্ন সবজি সালাদ কিংবা জুস এর সাথেও খুব ভাল লাগে এটি ।সীড যাতে আছে প্রচুর পরিমানে ওমেগা-৩ ফ্যাটি এসিড; কোয়েরসেটিন (Quercetin) কেম্পফেরল (Kaempferol) ক্লোরোজেনিক এসিড (Chlorogenic acid) এবং ক্যাফিক এসিড (Caffeic acid) নামক এন্টিঅক্সিডেন্ট ।

চিয়া সিড কখন খাবেন

চিয়া সিড কখনই খালি বা কাচা অবস্থাই খওয়া উচিত নাহ।প্রতিদিন খাদ্য তালিকা এক চামুচ চিয়া সিড রাখা শরীর এর এর জন্য খুব উপকারি । চিয়া সিড খেলে ঘুম খুব ভাল হয়। চিয়া সিড পানিতে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রেখে খেলে অনেক উপকার পাওয়া যাই ।দুধ,এর সাথে মিশিয়ে খওয়া যাই ।

এছাড়া দই ও বিভিন্ন ফল এর সাথে মিশিয়ে কাস্টারাড বানিয়ে খেলে ভাল উপকার পাবেন। প্রতিদিন সকালে খালি পেটে চিয়া সিড খওয়ার উপকারিতা অনেক বেশি ।আপনি যদি প্রতিদিন না খেতে পারেন তাহলে সপ্তাহে অন্তত ৩থেকে ৪ দিন অবশই আপনার খাদ্য তালিকাতে চিয়াসিড রাখা উচিত।রাতে ঘুমানোর আগে খেলেও খুব ভাল ঘুম হয়।

চিয়া সিড এর অপকারিতাপ্রচুর ভিটামিন সমৃদ্ধ এ ভরপুর চিয়াসিড শরীর এর সুস্থতার জন্য এর বিকল্প নাই ।এর উপকার এর কথা বলে শেষ করা যাবে নাহ । ওজন কমাতে ,হাড় জোরা লাগাতে ,শরীর এর রোগ প্রতিরোধ এ এর বিশেষ ভুমিকা রয়েছে। তবে বেশি বেশি কোন কিছুই ভাল নাহ । সঠিক মাত্রাই নিয়ম মেনে খেলে তবেই এর উপকার পাওয়া যাই অন্যথাই শরীর এর স্বাস্থ্য ঝুকি বারে 

অতি মাত্রাই চিয়া সিড সেবন করলে ওজন অস্বাভাবিক হারে কমে যেতে পারে যা আমাদের শরীর এর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে । এছাড়া সকালে খালি পেটে চিয়া সিড খওয়ার উপকারিতা থাকলেও চিয়া সিড এর অপকারিতা ও রয়েছে। বেশি খওয়া যাবে না ।বেশি খেলে পেট এ গ্যাস এর সমস্যা দেখা দিতে পারে ।তাছাড়াও চিয়াসিড এ প্রচুর পাইবার থাকাই অধিক মাত্রাই সেবন এর ফলে পেট বেথা সহ আর অনেক সমস্যা দেখা দিতে পারে ।তাই আমাদের চিয়া সিড খাওয়ার নিয়ম ও পরিমান জেনে খেতে হবে ।


লেখকের মন্তব্য

সারা দেশে দিন দিন চিয়াসিড এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। মানুষ এখন অনেক স্বাস্থ্য নিয়ে সচেতন হয়ে যাচএচে।নানা রোগ ও অসুখ থেকে নিজেকে নীরোগ রাখতে সবার এই চিয়াসিড খওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে ।সকালে খালিপেটে চিয়াসিড খওয়ার উপকারিতা নিয়ে আলোচনা করা ও এর উপকার অপকার এর বিষয়ই গুলো সবার সামনে তুলে ধরাই ছিল মূল উদ্দেশ্য ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url