সজনে পাতার ১০ টি উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানুন


আমরা আজকের এই ব্লগে সজনে পাতা খওয়ার উপকারিতা অপকারিতা এবং এর বিস্তারিত তথ্য সম্পর্কে জানবো ।আমাদের শরীর র জন্য এর পুষ্টি গুণ অনেক ।সজনে পাতা শাক এবং সবজি হিসাবে ও খওয়া জাই।এতে প্রচুর ভিটামিন এ রয়েছে ।সজনে পাতা ও ডাটা উভয় এর মধ্যে অনেক প্রোটিন ও ভিটামিন। এই পোস্ট আমরা নিচের বিষয়ই গুলো সম্পর্কে জানতে পারব ।


সজনে পাতা কি

বাংলাদেশে অতি পরিচিত এক ধরনের গাছ যার ডাটা ও পাতা শাক ও সবজি হিসাবে খাওয়া হয় ।সাধারনত গ্রাম অঞ্চলে এই জাতি ও গাছ বেশি দেখা যাই। সজনের পাতা ডাটা র বেশি পুষ্টি গুণ সম্পূর্ণ ।

সজনে পাতা খওয়ার নিয়ম

সজনে পাতা অনেক কয়েক রকম ভাবে খওয়া যাই। এই পাতা গুরা করে চা এর সাথে মিশিয়ে প খওয়া যাই। এটি অত্যন্ত প্রাচিন পদ্ধতি । এই ভাবে খেলে পাতার সম্পূর্ণ পুষ্টি গুণ বজাই থাকে । এছাড়া সবজি হিসাবেও সরাসরি রান্না করে খওয়া যাই। এই খাবার টি শরীর এর জন্য অনেক পুষ্টি সরবরাহ করে জন্য এটাকে সুপার ফুড ও বলে ।

সজনে পাতা খওয়ার উপকারিতা

  •  রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই
  • সজনে পাতার অনেক ওষুধি গুণ রয়েছে ।এটি আমাদের শরীর এর দুর্বলতা দূর করতে সাহায্য করে ।এই পাতাই প্রচুর আনটি অক্সিডেন্ট রয়েছে ,যা আমাদের শরীর এর ক্লান্তি দূর করতে সাহায্য করে । সজনে পাতার গুরা তিন মাস পর্যন্ত খওয়ার ফলে শরীর এ আনটি অক্সিডেন্ট এর মাত্রা বারতে থাকে। এছাড়া ও সজনে পাতাই প্রচুর ভিটামিন সি থাকাই শরীর এর রোগ প্রতিরোধ ক্ষমতা বারতে থাকে।
  • হাড় ও দাত এর ক্ষয় রোধ করে
সজনে পাতাই প্রচুর পরি পরিমান এ ক্যালসিয়াম ফসফরাস থাকে যা দাত এর গঠনে অত্যন্ত জরুরি উপাদান।একজন মানুষের শরীর এর ক্যালসিয়াম এর ঘাটতি পুরনের জন্য সস্তা ও সহজলভ্য উপাদান হিসাবে সজনে পাতার কোন বিকল্প নাই ।
  • রাতকানা রোগ দূর করতে সাহায্য করে
প্রতি ১০০ গ্রাম সজনে পাতাই যে পরিমান এ আছে তা যদি কোন মানুষ দৈনিক নিয়মিত সেবন করে তাহলে রাতকানা রোগ দূর করা সহজ হয়ে যাই।
  • রক্তে সুগার এর মাত্রা নিয়ন্ত্রণ এ রাখে 
বিভিন্ন গবেষণাই দেখা গেছে যে নিয়মিত সজনে পাতা র গুরা খেলে রক্তে সুগার এর মাত্রা নিয়ন্ত্রণ এ থাকে ।রক্তে সুগার এর মাত্রা ব্রিধির ফলে কিডনি ।হার্ট, চোখ, যৌন রোগ সহ আড়ও বিভিন্ন সমস্যার দেখা দেই এজন্য ডাক্তার রা সজনে পাতা খওয়ার পরামর্শ দেই।
  • সজনে পাতা আমদের ত্বক কে সুন্দর করতে সাহায্য কোরে
  • লিভার কে সুস্থ রাখে ।
  • খাবার হজম এ সাহায্য কোরে ।হজম বৃধি করে ।
সজনে পাতার অনেক গুনানন রয়েছে যা বলে শেষ করা যাবে নাহ।

সজনে পাতার অপকারিতা

অনেক গুনাগুন থাকা সত্ত্বেও এর কিছু খারাপ গুণ ও আছে। এর সঠিক মাত্রায় ব্যবহার না করলে
অনেক অসুবিধা হতে পারে ।আসুন জেনে নেওয়া যাক এর কিছু অপকারিতা
  • সজনের কিছু প্লান্ট আসে যাতে কামিকেল থাকে ।যা শরীর এর জন্য ক্ষতিকর ।আমাদের তাই এই জাতীয় প্লান্ট খওয়া উচিত না ।
  • সজনে পাতা অতি মাত্রায় সেবন করলে ডায়রিয়া ,আমাশয় ,সহ নানা রোগ হতে পারে ।
  •  সজনে পাতাই যেহেতু অনেক সুগার,অ আনটি অক্সিডেন্ট রয়েছে তাই এর অধিক ব্যবহার শরীর এ ব্লাড সুগার এর মাত্রা বাড়াতে পারে ,তাই এর সঠিক মাত্রা নিয়ন্ত্রণ আমদের জন্য অনেক জরুরি 
  •  ডায়বেটিস রোগীর জন্য ইন্সুলিন্ন এর পরিমান কমে গেলে ও মারাত্তক ক্ষতি হতে পারে,তাই সব সময় সতর্ক থাকতে হবে সজনে পাতা ব্যবহার এর সময় ।

ডায়াবটিস রোগীর জন্য সজনে পাতা

সজনে পাতার অনেক গুনা গুণ এর মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ এ এটি অনেক গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করে ।
  • প্রতিদিন সকালে খালি পেটে ও খওয়ার ২ ঘন্টা পর সজনে পাতার গুরা বা রস পান করলে শরীর এ শর্করা র পরিমান স্বাভাবিক থাকে ।
  • নিয়মিত সজনের পাতার ব্যবহার করলে ইন্সুলিন এর ব্যবহার কমান যাই।
  • রক্তে প্রোটিন ও ভিটামিন এর মাত্রা ঠিক থাকে ।এই সকল বিষয় গুলো যদি একজন ডায়াবেটিস রোগী মেনে চলতে পারে তাহলে সে খুব সহজেই এর রোগ এ নিয়ন্ত্রণ এ রাক্তে পারে ।

সজনে পাতা গুরা করার নিয়ম

বর্তমানে সজনে পাতা র গুরা অনেক বাবহিত একটি পণ্য ।বাড়ীতে এবং বাণিজ্যিক ভাবে ও এর ব্যাপক ব্যবহার রয়েছে ।এই পাতা কয়েকটি উপাই এ গুরা করা যাই। । পাতা ক ধুয়ে ভালমত রোদ এ শুখাতে হবে তারপর শিল পাটা অথবা ব্লান্ডের সাহায্যে খুব সহজেই গুরা করা যাই ।এই গুরা শুকনা জাইগাই অনেক দিন ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সংরক্কন করা যাই। এই গুরা বিভিন্ন ভাবে সেবন করা যাই ।
  • শরবত করে এই গুরা পানি ও তরল কিছুর সাথে মিশয়ে সেবন করা যাই ।
  • চা এর সাথে ও এই গুরা ফুটিয়ে পান করা যাই।
  • সালাদ হিসাবে এই গুরা খওয়া যাই।
এছাড়াও আর অনেকে অনেক ভাবে খেয়ে থাকে । আসলে এর পুষ্টি গুণ এত বেশি যে যেভাবেই সেবন করা হক না কেন এটি শরীর এর জন্য বিশেষ গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখে। খাদ্য গবেসক রা আটিকে সুপার ফুড বলেও আখ্যায়িত করে থাকে । সজনের ডাটা ও শরীর এর কোষ্ঠকাত্তিন ও দূর করতে সাহায্য করে ।একটি সব্জির মধ্যে অনেক গুলো পুষ্টি উপাদান থাকাই শুধু মাত্র সজনে পাতা ও ডাটা খেলেও শরীর এর অনেক গুলো ভিটামিন এর ঘাটতি পুরন হয় 

 লেখকের  মন্তব্য

আমাদের গ্রাম অঞ্চলে বহুল পরিচিত  একটি খাবার  সজনে পাতা ।অনেক পুষ্টিগুণ সম্পূর্ণ এই  সজনে পাতা সহজ লভ্য এবং রোগ প্রতিরোধ করে । শরীর এর পুষ্টির চাহিদা মেটাতে সবার এই সজনে পাতা র গুরা খওয়া  উচিত ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url